প্রজ্ঞাপনে বলা হয়, বাগেরহাটের সিভিল সার্জন সোমবার থেকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন।
Published : 04 Nov 2024, 01:31 AM
সরকারি টিকাদান কর্মসূচির বক্তব্য শেষে বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দিন আহমেদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় গত সপ্তাহে।
এ নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদের মুখে তাকে জেলা থেকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শোভন রাংসা সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দিন আহমেদ সোমবার থেকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন।
গত ২৪ অক্টোবর বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যানসারে বিরুদ্ধে টিকাদান অনুষ্ঠানে ডিসি আহমেদ কামরুল হাসানের উপস্থিতিতে বক্তব্য দেন। সেখানে ব্ক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন সিভিল সার্জন জালাল আহমেদ।
বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।