“সৈয়দ আবুল হোসেনের ইচ্ছানুযায়ী এবং পরিবারের সিদ্ধান্তে তাকে এখানে দাফন করা হয়েছে।”
Published : 27 Oct 2023, 06:00 PM
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) দরবার শরিফে শায়িত করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা চতুর্থ জানাজা শেষে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্যকে দাফন করা হয় বলে খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) দরবার শরিফের খাদেম মাহফুজুর রহমান বাবলু জানান।
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যু
সৈয়দ আবুল হোসেনের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘পদ্মা সেতু’ বাস্তবায়নে আবুল হোসেন স্মরণীয় হয়ে থাকবেন: সালমান এফ রহমান
আবুল হোসেন ‘নির্দোষ প্রমাণ’ হয়েছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
পদ্মাসেতু, হরতালের ছুতো ও নিরপরাধ আবুল হোসেন
তিনি বলেন, “সৈয়দ আবুল হোসেনের ইচ্ছানুযায়ী এবং পরিবারের সিদ্ধান্তে তাকে এখানে দাফন করা হয়েছে।
সৈয়দ আবুল হোসেন দরবার শরিফের বর্তমান পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার জামাতা। এনায়েতপুর গ্রামে আবুল হোসেনের বাড়িও রয়েছে।
বুধবার ভোরে সৈয়দ আবুল হোসেন (৭২) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে প্রথম এবং পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তার দ্বিতীয় জানাজা হয়।
শুক্রবার মাদারীপুরের ডাসার এলাকায় তৃতীয় জানাজা শেষে আবুল হোসেনের মরদেহ হেলিকপ্টারে সিরাজগঞ্জের এনায়েতপুরে আনা হয়।
সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রীর নাম খাজা নার্গিস। তাদের দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেন।
সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদরের একাংশ) আসন থেকে ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হন।
২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করা সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: