জামালপুরের জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Published : 03 Oct 2024, 01:40 PM
দেশের সব চিনিকলের কৃষি বিভাগকে রাজস্ব খাতে নেওয়ার দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের ফটকে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠানটির কৃষি বিভাগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক রায়হানুল হক, জিল বাংলা সুগার মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আলাউদ্দিন, কৃষি বিভাগকে রাজস্ব খাতে নেওয়া কমিটির সমন্বয়ক শরিফুল ইসলাম ও জিল বাংলা সুগার মিলস্ ওয়ার্কাস ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মিয়া।
বক্তারা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।