দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন।
Published : 30 Jan 2025, 11:25 PM
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন।
১১টি পদের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপি সমর্থিত প্যানেল থেকে ছয়জন এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পাঁচজন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন।
ঝালকাঠি জেলা বিএনপি সমর্থিত প্যানেলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন এবং শহর বিএনপির সাবেক সভাপতি নাসিমুল হাসান। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ দুজন জয়লাভ করেছেন। এই প্যানেল থেকে আরও চারজন জয়ী হয়েছেন।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের নেতৃত্বে ছিলেন মো. নূরুল ইসলাম ও সোহেল আকন। এই প্যানেল থেকে সহ-সভাপতিসহ পাঁচজন জয়ী হয়েছেন।
নির্বাচনে জামায়াতপন্থি আইনজীবীরা সাধারণ সম্পাদকসহ চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি।
নির্বাচনে মো. শাহাদাৎ হোসেন সভাপতি পদে ৮৭ ভোট এবং মো. নাসিমুল হাসান ৫৯ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহসভাপতি খান শহিদুল ইসলাম ৭৯ ভোট, যুগ্ম সম্পাদক মো. ফয়সাল খান ৮২ ভোট, হাসান সিকদার ৮০ ভোট, অর্থ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রাঢ়ি ১১২ ভোট, ভিজিলেন্স সম্পাদক মো. মাহেব হোসেন ৭২ ভোট, লাইব্রেরি সম্পাদক মো. আরিফ হোসেন খান ৭১ ভোট, ভর্তি সম্পাদক মো. আককাস সিকদার ৬৮ ভোট, নির্বাহী সদস্য আনিসুর রহমান খান ৯৩ ভোট ও মাসুম হাওলাদার ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে।