Published : 05 May 2025, 04:02 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান।
নিহত ৩৫ বছর বয়সী রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, ভোর ৪টার দিকে মুন্না নামের এক যুবক খবর দেন রায়হানকে একদল লোক ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় রায়হানের মরদেহ পড়ে থাকতে দেখে।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তবে কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে বলে জানান ওসি আবুল কালাম ভূঁইয়া।