চোরেরা নগদ টাকাসহ আনুমানিক ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
Published : 13 Jan 2025, 07:48 PM
ঝিনাইদহ সদর উপজেলার একটি বাজারে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ২৬টি দোকানের তালা ভেঙে মালামাল ও টাকা চুরি করেছে বলে দাবি ব্যবসায়ীদের।
রোববার রাতে উপজেলার হাটগোপালপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
ব্যবসায়ীরা জানান, রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত চোরচক্র বাজারের চারটি মার্কেটে প্রবেশ করে। তারা ২৬টি দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে ব্যবসায়ীরা বাজারে গিয়ে বিষয়টি টের পায়।
নগদ টাকা ও মালামাল মিলে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউ মার্কেট, রাজমনি সুপার মার্কেট ও গাফফার মার্কেটে রাতে চুরি হয়েছে।
“চোরেরা প্রতিটি দোকানের সার্টার ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে। আমরা চাই দ্রুত এই চোরচক্র শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হোক। সেইসঙ্গে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হোক।”
মিমি ফার্মেসির মালিক রাজু আহম্মেদ বলেন, এর আগেও একাধিকবার বাজারে চুরি হয়েছে; তবে এবার তার দোকান থেকে নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, চোরের দল শুধু নগদ টাকা চুরি করেছে। সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। দ্রুত চোর চক্র শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।