সাত জেলায় সড়কে ৮ জনের প্রাণহানি

রাজবাড়ীতে দুইজন এবং অপর ছয় জেলায় একজন করে নিহত হন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2023, 06:46 PM
Updated : 25 April 2023, 06:46 PM

দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানির খবর এসেছে।

মঙ্গলবার বরিশাল, কুমিল্লা, গাজীপুর, জয়পুরহাট, মাদারীপুর, নেত্রকোণা ও রাজবাড়ী জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে রাজবাড়ীতে দুইজন এবং অপর ছয় জেলায় একজন করে নিহত হন।

বরিশাল

বরিশালের আগৈলঝাড়া উপজেলার মাগুরা এলাকায় দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন তার ছেলে।

নিহত লিটন মিয়া (৫৫) মাদারীপুরের থানতলী দলিলউদ্দিন মিয়ার ছেলে। তার ছেলে আলম নিরবকে (১৮) চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান মিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটরসাইকেলে করে বাবা-ছেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল-ডাসার সড়ক দিয়ে মাদারীপুর যাচ্ছিলেন।

“মাগুরা বাজার এলাকায় একইমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে; এতে রাস্তায় পড়ে বাবা-ছেলে আহত হন।”

স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক লিটনকে মৃত ঘোষনা করেন; নিরবকে ঢাকা পাঠানো হয়েছে বলে জানান ওসি মিজানুর। 

কুমিল্লা 

কুমিল্লার লালমাই উপজেলায় বাসচাপায় গ্রাম পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলা কৃষি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে লালমাই থানার উপপরিদর্শক হারুনুর রশিদ জানান।

নিহত রাহুল চন্দ্র সিংহ (৫১) উপজেলার বাগমারা দক্ষিণ ইউপির গনিয়াখালীর বাসিন্দা। একই ইউপি কার্যালয়ের অধীনে উপজেলা পরিষদের সামনে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।

বাগমারা দক্ষিণ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, রাহুল চন্দ্র সিংহ তার ইউপির কার্যালয়ে ডিউটি শেষে বাড়ি ফেরার সময় লক্ষ্মীপুরগামী যাত্রবাহী দ্রুতগতির ঢাকা এক্সপ্রেস বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তার স্ত্রী ও চার ছেলে-মেয়ে রয়েছে বলেন জানান লোকমান। 

গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাইপাস সড়কের মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে বয়স ১৭ বছর বলে জানিয়েছে ‍পুলিশ।

আহত মিরাজ গাজীপুরের টঙ্গী এলাকার জালাল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে কালীগঞ্জ থানার এসআই মো. ফজলুল হক বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা ওই কিশোর নিহত হয়। 

জয়পুরহাট

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে আক্কেলপুর রেলস্টেশনের অদূরে হাস্তাবসন্তপুর রেলক্রসিংয়ে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে স্টেশন কর্মকর্তা হাছিবুর রহমান জানান।

নিহত জালাল ব্যাপারী (৪০) বগুড়ার সোনাতলা উপজেলার নয়াপাড়া মনুমালা গ্রামের আবদুল কাদের ব্যাপারীর ছেলে।

স্টেশন কর্মকর্তা বলেন, সকাল ৭টার দিকে ট্রেনে কাটা পড়ে জালাল হোসেন নিহত হন। খবর পেয়ে নিহতের কাছে পাওয়া মোবাইলের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়ার জন্য বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, নিহতের বিষয়ে তথ্য প্রমাণ নিশ্চিত হলে আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ হস্তান্তর করা হবে। 

মাদারীপুর 

মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত আরও দুজন আহত হন।

মঙ্গলবার বিকালে মাদারীপুর-শরীয়তপুর সড়কের আছমত আলী খান ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।

নিহত ভবতোষ সরকার (২৮) উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া এলাকার নারায়ন সরকারের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ভবতোষ তার দূর সম্পর্কের আত্মীয় শিশির সরকার ও রিপন চক্রবর্তীর সঙ্গে মোটরসাইকেলে করে কালকিনি উপজেলার রাজারচর যাওয়ার জন্য বের হয়েছিলেন। তাদের মোটরসাইকেলটি আছমত আলী খান ব্রিজ এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়।

“এতে তাদের মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভবতোষ ঘটনাস্থলেই মারা যায়।”

নেত্রকোণা

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত ও দুই যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে নেত্রকোণা-কলমাকান্দা সড়কের গুতুরা বাজারে তারা হতাহত হন বলে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান।

নিহত মোটরসাইকেল চালক মো. আরিফ মিয়া (২০) জেলার মোহনগঞ্জের নওহাল গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। আহত  সালমান (২০) ও তুষার মিয়ার (১৮) বাড়িও মোহনগঞ্জে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মোহনগঞ্জ থেকে তিন যুবক মোটরসাইকেলে চড়ে কলমাকান্দা যাচ্ছিলেন। পথে  গুতুরা বাজার এলাকায় পৌছলে উল্টোদিক থেকে আসা একটি অটোরিকশা সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে মোটরসাইকেলে থাকা আরিফসহ তিন জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আরিফকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত অপর দুজনকে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়; পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি। 

রাজবাড়ী

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দাদশী ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ জানান।

নিহত মিলন খান (৩০) সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের নজের আলী খানের এবং ফকের খান (৪৫) হোসনাবাদ গ্রামের আকবর খানের ছেলে।

মো. দেলোয়ার বলেন,  দুপুর আড়াইটার দিকে দুই মোটরসাইকেল আরোহী দ্বাদশী ইউনিয়নের সিঙা বাজার থেকে পাচুরিয়া ইউনিয়নের সারেং বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে দ্বাদশীর পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাখাওয়াতের বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

“স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদেরকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। নেওয়ার পথে মিলন খান এবং ঢাকায় নেওয়ার পর ফকের খান মারা যান।”

তবে বিষয়টি সম্পর্কে অবগত নন জানিয়ে রাজবাড়ী সদর থানার ওসি মো. এসরাকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজন নিহতের খবর তার জানা নেই। এ বিষয়ে ডিউটি অফিসারের সাথে কথা বলবেন।

এদিকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে বলে জানান থানার ডিউটি অফিসার এএসআই রাশেদুল ইসলাম।