ইফতারের আগে আতর মোল্লাকে বাড়ির কাছে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন; সন্ধ্যার পর হাসপাতালে তিনি মারা যান।
উপজেলার দড়িকান্দি কবরস্থান সংলগ্ন পদ্মার পাড় এলাকা থেকে শনিবার বেলা সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করা হয় বলে হরিরামপুর থানার এসআই আব্দুস সালাম জানান।
নিহত আবুল কালাম (৫০) জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকার বিশু ফকিরের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, বৃহস্পতিবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উজানপাড়ায় পদ্মা নদীতে ধানবোঝই ট্রলার ডুবে কালাম নিখোঁজ হন। ফরিদপুর নৌ-পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।