ঝালকাঠিতে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

দশ বছর আগের ঝালকাঠির মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই জনের ভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে, যাদের একজনের হয়েছে যাবজ্জীবন।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2022, 03:40 PM
Updated : 27 Feb 2022, 03:40 PM

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান রোববার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানান এপিপি মোস্তাফিজুর রহমান মনু।

দণ্ডিতরা হলেন জেলা সদরের পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রয়াত ইসাহাক মৃধার ছেলে কবির মৃধা (৫৫) এবং একই ইউনিয়নের মহদীপুর গ্রামের মো. নাদের বেপারীর ছেলে মো. পলাশ বেপারী (৩৪)।

এদের মধ্যে কবিরকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং পলাশ বেপারিকে সাত বছরের কারাদণ্ডসহ দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বরাতে এপিপি মোস্তাফিজুর রহমান মনু জানান, ২০১২ সালের ৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পোস্ট অফিসের সামনে র‌্যাবের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলি এবং ৯৩টি ইয়াবাসহ তারা আটক হন।

এ ঘটনায় র‌্যাব ৮ এর পটুয়াখালী ক্যাম্পের ডিএডি মো. মোশারেফ হোসেন বাদী হয়ে ৭ জানুয়ারি মাদক আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ ২০১২ সালের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। মামলায় আদালত সাত জনের সাক্ষ্য গ্রহণ করেছে।