মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ

মাগুরা সদর উপজেলায় নির্বাচনী সংঘাতে চারজন নিহত হওয়ার পর আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2021, 11:59 AM
Updated : 16 Oct 2021, 05:26 PM

হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তবে এখনও মামলা হয়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবু আতঙ্ক কাটছে না।  

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, তারা জিজ্ঞাসবাদের জন্য চারজনকে আটক করেছেন। মামলা দায়েরর প্রস্তুতি চলছে। সাধারণ মানুষের আতংকিত হওয়ার কোনো কারণ নেই। শুধু হত্যাকাণ্ডে জড়িতদেরই গ্রেপ্তার করা হচ্ছে।

শুক্রবার বিকালে সদর উপজেলার জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম ও ইউপি সদস্য পদ প্রার্থী সৈয়দ হাসনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে চারজন নিহত হন। তাছাড়া আহত হন অনন্ত ২০ জন।

আগামী ১১ নভেম্বর ওই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা।

ওই এলাকায় গিয়ে প্রায় সব বাড়ি পুরুষ-শূন্য দেখা গেছে।

শনিবার সকালে অন্য অনেকের মত পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকেও দেখা গেল ভ্যানে করে জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছে।

জিজ্ঞেস করলে সে বলে, তার বাবা-মা গতকাল সন্ধ্যায় বাড়ি ছেড়েছেন। সে একাই বাড়ি ছিল।

“বাবা কিছুক্ষণ আগে মোবাইল ফোনে চাল-ডাল, আসবাবপত্র-গবাদিপশুসহ আমাকে নানাবাড়ি যেতে বলেছে। আমি ছোট মানুষ। এত কিছু নিয়ে যাব কিভাবে? তাই চাল-ডাল, গবাদিপশু ফেলে রেখে শুধু কিছু আসবাপত্র নিয়ে আমি নানাবাড়ি যাচ্ছি।”