ভারত গেল ১১০৮ টন ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে সরকারের অনুমোদন নিয়ে এবার এক হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। 

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2021, 01:49 PM
Updated : 5 Oct 2021, 01:49 PM

বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১১৫ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে চার হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও তা পূরণ করা সম্ভব হয়নি।

প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ২২ দিনের জন্য ইলিশ শিকার, পরিবহন ও বিক্রয় বন্ধের নির্দেশনা দেয়।

এ কারণে সোমবার থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে বলে জানান বেনাপোল স্থলবন্দর মৎস্য কোয়ারেন্টিন পরিদর্শক আসওয়াদুল ইসলাম।

শার্শা উপজেলা ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারের অনুমোদন নিয়ে এ বন্দর দিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এক হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। 

“নির্দেশনা ছিল ১০ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে। কিন্তু ইলিশের প্রজনন রক্ষায় ইলিশ ধরা বন্ধের নির্দেশনায় হঠাৎ করে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যায়।”

ইলিশ রপ্তানিকারক বিশ্বাস ট্রেডার্সের মালিক নূরুল আমিন বিশ্বাস বলেন, এবার ভারতে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার কথা ছিল। কিন্তু বাজারে ইলিশ সংকট থাকায় নিষেধাজ্ঞার আগে সব মাছ রপ্তানি করা সম্ভব হয়নি।

তবে নিষেধাজ্ঞা শেষে বাকি ইলিশ রপ্তানি হবে কিনা তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার।

২০১২ সালের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হতো। ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার।

তবে গত বছর (২০২০) দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ টন এবং ২০১৯ সালে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। এরপর থেকে আবার বন্ধ রয়েছে ইলিশ রপ্তানি। 

আগামী ১১ অক্টোবর শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আরও পড়ুন: