ঝিনাইদহে বাসের ধাক্কায় নিহত ২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2021, 07:30 AM
Updated : 9 Sept 2021, 07:30 AM

নিহতরা হলেন- উপজেলার বাদেডিহি গ্রামের জাহাবক্সের ছেলে ভ্যানচালক মহিদুল ইসলাম (৫০) ও পিরোজপুর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৩৫)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় ঝিনাইদহ-যশোর সড়কে তারা নিহত হন বলে বারোবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন জানান।

তিনি বলেন, সকালে ভ্যানে যাত্রী নিয়ে বারোবাজার থেকে পিরোজপুর যাচ্ছিলেন মহিদুল। পথে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী শাপলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মহিদুল নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাসলিমাও মারা যান।

এর প্রতিবাদে ওই এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে এলাকাবাসী প্রতিবাদ করে বলে জানান ওসি।

তিনি বলেন, পরে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন। প্রায় দেড় ঘণ্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালককে ধরতে পারেনি।