নওগাঁয় আইজিপির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে গ্রেপ্তার

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2021, 01:51 PM
Updated : 22 August 2021, 01:51 PM

রোববার ভোররাতে নওগাঁ সদর উপজেলার খাগড়া গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করার পর আদালত ৩ দিনের রিমান্ড অনুমোদ করেছে বলে জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

গ্রেপ্তার আমিরুল ওরফে আমিনুল ইসলাম (২৭) খাগড়া গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় মুদি দোকানদার।

তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রোববার নওগাঁ সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।

পুলিশ সুপারের কনফারেন্স রুমে বেলা ৩টায় সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজির সরকারি নম্বরের হোয়াটস অ্যাপস আইডিতে আইজিপি মো. বেনজির আহমেদের ছবিযুক্ত আইডি থেকে মেসেজ আসে।

বিষয়টি আইজিপিকে অবহিত করা হলে তিনি ওই ভুয়া আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে পুলিশ আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।

জিঞ্জাসাবাদে আমিনুল ১০/১২ দিন আগে ফেইক আইডিটি খোলার এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্নস্থানে মেসেজ পাঠানোর কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, “তার হোয়াটসআপ এ আইজিপির নামে ফেইক আইডি ছাড়াও ‘আমিনুল খান-ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ’ ও ‘আমিনুল ইসলাম-ইন্টারন্যাশনাল হিরো’ আরও ২টি ফেইসবুক আইডি রয়েছে।

“সে দাঙ্গাবাজ প্রকৃতির এবং পুলিশের বড় অফিসারদের সাথে যোগাযোগের স্ক্রিনশট দেখিয়ে সে সাধারণ সহজ-সরল লোকজনকে প্রতারণা ও এলাকায় প্রাধান্য বিস্তারের চেষ্টা করত।”