‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে পাবনা শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী।
Published : 20 May 2021, 10:15 PM
বৃহস্পতিবার বিকালে রাধানগর ডিগ্রি কলেজ বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রনি হোসেন ভাইস্তে রনি (২২) পৌর সদরের নারায়ণপুর মহল্লার প্রয়াত জালাল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পাবনা সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে রনি হোসেন ওরফে ভাইস্তে রনি এবং একই এলাকার রেজাউল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম ও তার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
“এর জেরে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে একদল যুবক রনির উপর হামলা চালায় বলে স্থানীয়রা জানান।”
স্থানীয়রা রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের আটকে অভিযান চলছে।