প্রধানমন্ত্রীর ঈদ উপহারে আনন্দ ৭৮৬ পরিবারে

বাড়ি দেওয়ার পর গোপালগঞ্জের বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা এবার পেয়েছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2021, 05:48 PM
Updated : 10 May 2021, 05:48 PM

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা সোমবার আশ্রায়ণ কেন্দ্রে গিয়ে প্রতিটি পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌছে দিয়েছেন।

শাহিদা সুলতানা বলেন, পাঁচ উপজেলার ভূমি ও গৃহহীন ৭৮৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর করে দেওয়া হয়েছে। তারপর প্রত্যেক পরিবারকে ঘরের সাথে দুই শতাংশ জমি দেওয়া হয়েছে। এখান তারা নতুন ঘরে উঠে নতুন সংসার পেতেছেন।

“নতুন ঘরে যাতে তারা পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী ঈদ সামগ্রী পাঠিয়েছেন। আমরা আশ্রায়ণ কেন্দ্রে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌছে দিয়েছি।”

গোপালগঞ্জের এনডিসি মিলন সাহা বলেন, আশ্রায়ণ কেন্দ্রের পরিবার প্রতি ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি সেমাই, এক কেজি তেল ও দুইশ গ্রামের এক প্যাকেট দুধ দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা হিরামনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নতুন ঘর দিয়েছেন। এর সাথে দুই শতাংশ জমি দিয়েছেন। এখানে স্বামী ও সন্তান নিয়ে ভালোভাবে বসবাস করছি।

“করোনার ধাক্কায় আমার দিনমজুর স্বামীর আয় কমেছে। তাই ঈদ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। প্রধানমন্ত্রী ঈদ সামগ্রী পাঠিয়েছেন। এ সামগ্রী দিয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারব।”

কাশিয়ানী উপজেলার ফুকরা আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা নুপুর ও রাহাতুন বেগম বলেন, “প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন ঘর, ঈদ পোশাক, নগদ টাকা ও ঈদ সামগ্রীসহ একরে পর এক উপহার পাচ্ছি। ঈদ আনন্দেই কাটবে। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।”

মুকসুদপুর উপজেলার খান্দারপাড় আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা  বেল্লাল হোসেন মোল্লা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য অনেক কিছুই করেছেন। জেলা প্রশাসক আমাদের কাছে এ গুলো পৌছে দিচ্ছেন। প্রধানমন্ত্রী আমাদের কথা মনে রেখেছেন। ঈদ উপহার পাঠিয়েছেন। আমাদের আশ্রায়ণ কেন্দ্রের প্রতিটি পরিবারে ঈদের আনন্দ বিরাজ করছে।”