করোনাভাইরাস: নবাবগঞ্জে দুজনের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2021, 04:46 AM
Updated : 10 April 2021, 05:24 AM

এরা হলেন- উপজেলার নতুন বান্দুরার মুকলেছ (৫৬) ও বারুয়াখালির রাধেশ্যাম সরকার (৫৬)।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা কন্ট্রোল কর্নারের ফোকাল পার্সন ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, মুকলেছ শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ও রাধেশ্যাম নিজ বাড়িতে মারা যান।

তিনি বলেন, নমুনা পরীক্ষা করে ২ এপ্রিল তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। পরে মুকলেছের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আর রাধেশ্যাম বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়াল জানিয়ে এ চিকিৎসক বলেন, নবাবগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ৫ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্তের সংখ্যা ৮৪৫ জন। মারা গেছেন ১৬ জন এবং সুস্থ হয়েছেন ৭৪৭ জন।