মৌলভীবাজারে ‘আওয়ামী লীগের’ সংঘর্ষ, আহত ১৫

মৌলভীবাজারে রাজনগর উপজেলা সদরে মিছিল করা নিয়ে দুদলের সংঘর্ষ হয়েছে, যাদের ‘আওয়ামী লীগের’ দুটি পক্ষ বলছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 03:18 PM
Updated : 11 Feb 2021, 03:18 PM

রাজনগর উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন বলে রাজনগর থানার ওসি আবুল হাসিম জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে বলে তিনি জানান।

ওসি আবুল হাসিম বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি রাজনগরে আওয়ামী লীগ উপজেলা শাখার এক সভার কর্মসূচি আছে। এটিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দলের দুটি পক্ষ পৃথক পৃথক মিছিল করে আসছিল।

তিনি বলেন, বুধবার বিকালে একটি পক্ষ মিছিল করেছে। বৃহস্পতিবার দুপুরে আরেকটি পক্ষ মিছিল বের করলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিকাল ৩টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

“এই সময় তারা একে অপরপক্ষের দিকে ইটপাটকেল ছোড়ে এবং লাটিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।”

তিনি জানান, এই সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপজেলা সদরের দোকানপাট বন্ধ হয়ে যায়; আশপাশে আতংক ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় ১৫ জনের মতো আহত হয়েছেন এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে ওসি জানান।

ওসি হাসিম আরও জানান, খবর পেয়ে রাজনগর থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে প্রায় ২০ রাউন্ড টিয়ারসেল ও ১০৩ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে যান এবং উভয়পক্ষের সঙ্গে আলোচনা করেন বলে জানান ওসি হাসিম।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে। সামনে যাতে কোনো ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।