বঙ্গবন্ধুর ভাস্কর্য: ‘বিরূপ মন্তব্যে’ পদ গেল দুই ছাত্রলীগ নেতার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ফেইসবুকে ‘বিরূপ মন্তব্য করায়’ গোপালগঞ্জের দুই ছাত্রলীগ নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 05:27 AM
Updated : 9 Dec 2020, 06:36 AM

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা এবং সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ হারানো নেতারা হলেন, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মোল্লা এবং স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিলন মোল্লা ও আমিরুল ইসলাম রুহুল দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তাদের ছাত্রলীগ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ফেইসবুকে ‘বিরূপ মন্তব্য’ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোয় ভিন্ন মতাবলম্বীরা অনুপ্রবেশ করেছে বলে সে দলের নেতারা অভিযোগ করে আসছেন।