বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায়

বগুড়ায় একটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2020, 02:04 PM
Updated : 17 Nov 2020, 02:04 PM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন বগুড়া শহরের নিশিন্দারা এলাকার প্রয়াত আব্দুল মজিদ প্রামানিকের ছেলে মিলন ওরফে মারুফ রায়হান (৩৩), মহিদুল ইসলামের ছেলে মো. মানিক (২২) ও মাসুদ মোল্লার ছেলে মো. সাঈদী (২৪)।

রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালে ১৬ এপ্রিল দিনের বেলা শহরের নিশিন্দারা মন্ডল পাড়ার প্রয়াত আাব্দুস সাত্তারের ছেলে হযরত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ১৬ নম্বর পৌর কাউন্সিলর অফিসের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

জেলা দায়রা জজ আদালতের পিপি আব্দুল মতিন জানান, ওই ঘটনায় নিহতের মা মোছা. মেরিনা বেগম বাদী হয়ে একইদিন বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় স্হানীয় ওয়ার্ড কমিশনার জহুরুল ইসলামসহ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩-৪ জনেকে আসামি করা হয়।

তদন্ত করে বগুড়া সিআইডির পরিদর্শক ছকির উদ্দিন ওই বছরের ২৯ নভেম্বর জেলা জজ আদালতে নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন বলে জানান তিনি।

পিপি আব্দুল মতিন আরও জানান, সাক্ষ্য প্রমাণ শেষে ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।