আগের এলসির পেঁয়াজ আসছে ভারত থেকে

টানা চার দিন সীমান্তের ওপারে আটকে থাকা আগের এলসির ভারতীয় পেঁয়াজ দুই স্থল বন্দর দিয়ে দেশে আসতে শুরু করেছে।

সাতক্ষীরা, বগুড়া ও বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2020, 12:24 PM
Updated : 19 Sept 2020, 01:59 PM

সাতক্ষীরার ভোমরা ও দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে শনিবার এসব পেঁয়াজ এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, শনিবার বেলা সাড়ে ১২টা থেকে ২৫-৩০টি ট্রাক পেঁয়াজ নিয়ে বন্দরে ঢুকেছে। এছাড়া আরও চার শতাধিক ট্রাক ভারতে আটকা পড়ে রয়েছে।

তবে শুধু বিলম্ব রপ্তানি আদেশ (লেইট এক্সপোর্ট অর্ডার) আছে এমন ট্রাকগুলোই দেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন ওই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান।

ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন বলেন, বেলা একটা পর্যন্ত তিনটি পেঁয়াজ ভর্তি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। দিন শেষে জানা যাবে কতগুলো ট্রাক এসছে।

দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়েও কিছু ট্রাক এসেছে।

হিলি স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের ওসি সেকেন্দার আলী জানান, বেলা ৩টা থেকে পেঁয়াজের ট্রাক বাংলাদেশে আসতে শুরু করেছে।

তবে কয়টি ট্রাক এসেছে তা তিনি বলতে পারেননি।

এদিকে বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোলে বন্দর দিয়ে কোনো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢুকতে পারেনি।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় আটকা পড়ে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বাংলাদেশে আসতে পারেনি।

সোমবার ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার ঘোষণা দিলে সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দেন ভারতীয় ব্যবসায়ীরা। পরে আবার ভারত সরকার আগে খোলা এলসিতে রপ্তানির অনুমতি দেয়।