ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
Published : 26 Apr 2024, 09:18 PM
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক নারী খুন হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে তার এক ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান।
নিহত রানু বেগম (৫৫) ওই গ্রামের আতর খাঁনের স্ত্রী।
আটক রাছেল (২২) ফরিদগঞ্জ বাজারে একটি মুদি দোকানে কাজ করেন।
স্থানীয় একটি মাদরাসার বাবুর্চি আতর খাঁন বলেন, তাদের তিন মেয়ে ও দুই ছেলে। বড় ছেলে ঢাকায় থাকে। মেয়েদের বিয়ে হয়ে গেছে।
“কিছুদিন ধরেই ছোট ছেলে রাছেল বিয়ে জন্য পরিবারকে চাপ ও হুমকি-ধামকি দিচ্ছিল। আমাকেও মারধর করেছে। দুপুর ২টা ৪৯ মিনিটে আমাকে ফোন দিয়ে বলে, মাকে কে যেন ঘরে জবাই করে রাখছে।
তিনি বলেন, “আমি তখনি বুঝছি ছেলেই এই কাজ করেছে। সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দেখি আমার স্ত্রী রানু বেগমের মরদেহ বিছানায় পড়ে আছে। ছেলে রাছেল পালিয়ে গেছে। পরে আমরা পুলিশকে খবর দেই।”
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন আহমেদ রাজন শেখ বলেন, “আমি ঘটনাস্থলে এসেছি। কয়েকদিন ধরে ছেলে বাবা-মাকে হুমকি-ধমকি দিয়ে আসছে বিয়ে করানোর জন্য। এমন কথাও বলেছে, বিয়ে না করালে বাবা-মাকে খুন করে ফেলবে। এর বিচার হওয়া প্রয়োজন।”
ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, রানু বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ছেলে রাছেলকে আটক করা হয়েছে। পরিবারের লোকজন বলছে, ছেলে মাকে খুন করেছে।
এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।