নবাবগঞ্জে বাস-অটো সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2020, 01:28 PM
Updated : 4 Sept 2020, 04:56 PM

উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা সেতুর ঢালের মোড়ে শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার এসআই মো. মহিদুল ইসলাম জানিয়েছেন।

এসআই মহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে নবাবগঞ্জের বান্দুরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এন মল্লিক পরিবহনের একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন।

আহত এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

এসআই বলেন, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার পুরাতন তুইতাল গ্রামের জোসেফ বিপুল গমেজ(৪০) ও তার স্ত্রী তন্দ্রা ফ্লোরেজ গমেজ (৩৫) এবং রাজধানীর মোহাম্মদপুরের অটোরিকশা চালক আব্দুল খালেদ (২৫)। তার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।