নাটোরে বেড়াতে এসে শ্বাসকষ্টে মৃত্যু

নাটোরের সিংড়া পৌরশহরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 03:17 PM
Updated : 11 June 2020, 03:17 PM

বৃহস্পতিবার সন্ধা ৬টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

প্রয়াতের (৫২) রাজশাহীর চারঘাটে বাড়ি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, “মৃতের করোনা উপসর্গ ছিল।

“তার সিংড়ার আত্মীয় স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।”

সিংড়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, ঢাকা ফেরত এক ব্যক্তি রাজশাহীর চারঘাট থেকে সিংড়ায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি উচ্চরক্তচাপ ও এজমার রোগী ছিলেন।

“বৃহস্পতিবার সকালে সিংড়া পৌর শহরের মাদারীপুর মহল্লায় তার আত্মীয়ের বাড়িতে থাকাকালে অসুস্থ হয়ে পড়েন। করোনা রোগী সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়।

“বিকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।”

রাজশাহীর চারঘাটে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হবে।