শেরপুরে কাপড় ব্যবসায়ী আ. লীগ নেতাকে ২০ হাজার টাকা জরিমানা

সামাজিক দূরত্ব বজায় না রাখায় শেরপুরের আওয়ামী লীগ নেতা কাপড় ব্যবসায়ী চন্দন সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2020, 09:41 AM
Updated : 15 May 2020, 09:41 AM

চন্দন শেরপুর আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক ও জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। জেলা শহরের নয়আনী বাজারের ‘জননী বস্ত্রাল’ নামে কাপড় দোকানের মালিক তিনি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম সাদিক আল সাফিন  বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার নির্দেশনা রয়েছে। কিন্তু জননী বস্ত্রালয়ে তা মানা হয়নি। এ কারণে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে।

এছাড়া একই সময় অঞ্জলী বস্ত্রালয় নামে আরেক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিকভাবে জরিমানা পরিশোধ করায় দুই দোকানিকে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. হেলালউদ্দিন বলেন, সামাজিক দূরত্ব না মানার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা পেয়ে তাদের এই দণ্ড দেন।