লালমনিরহাটে ছাত্রদল নেতাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার

ফেইসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের অভিযোগে ছাত্রদলের লালমনিরহাটের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 05:46 PM
Updated : 13 May 2020, 05:46 PM

বুধবার বিকালে র‌্যাব আদিতমারী থানায় তাকে সোপর্দ করছে। বৃহস্পতিবার এ ছাত্রনেতাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এরআগের গভীর রাতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি তার বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব-১৩।

আটক আমিনুল হক রিপন (২৮) ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে তিনি।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রংপুর র‌্যাব-১৩ বুবধার বিকালে আসামিকে থানায় সোপর্দ করেছে। 

তার বিরুদ্ধে র‌্যাব-১৩ এর ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।

পুলিশ জানায়, আমিনুল হক রিপন বিভিন্ন সময়ে তার মোবাইল ফোন দিয়ে ‘ছাত্রদল ভেলাবাড়ী ইউনিয়ন শাখা’ নামীয় ফেইসবুক আইডি ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর তথ্য এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক তথ্য প্রচার, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

তার কাছ থেকে রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন তথ্যাদি সংযুক্ত ১০ পাতা ফটোকপি, দুইটি মোবাইল ফোন সেট, চারটি সিমকার্ড ও একটি মেমোরিকার্ড পাওয়া গেছে বলে পুলিশ জানায়।