বঙ্গোপসাগরে উদ্ধার ২৮ রোহিঙ্গা ভাসানচরে

বঙ্গোপসাগরে একটি নৌকাসহ উদ্ধার ২৮ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে এক বাংলাদেশি নাগরিকও ছিল, যাকে দালাল বলছে প্রশাসন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2020, 08:06 PM
Updated : 3 May 2020, 08:06 PM

নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, কয়েক দিন থেকে কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় গভীর সমুদ্রে একটি নৌকায় ২৮ জন রোহিঙ্গা ও এক দালাল সাগরে ভাসছিল।

“শনিবার রাত ২টা ৩৫ মিনিটে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল তাদের আটক করে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয় প্রকল্প-৩ এ নিয়ে যায়।”

তিনি জানান, বর্তমানে তারা ভাসানচর আশ্রয় প্রকল্প-৩ আছেন। সেখানে তাদের এক মাসের খাবার দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ভাসানচরে এক সপ্তাহ আগে থেকে ১৫ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।

আটকরা হলেন: ইয়াছমিন আরা বেগম (২৯), ছোয়ালেখা (১৪), আসমা (১৫), কোহিনুর (১৪), জমিলা বেগম (১৯), আয়াতুল করিম (৩০), নজিব উল্যাহ (৬), আশিক উল্যাহ (৮), সাজেদা বেগম (১৯), কাওছার বিবি (১৬), রেসমিনা বিবি (১৭), দিল কায়াস (১৮), নুর বেগম (৩৫), রোকেয়া বিবি (২১), সেনোয়ারা (১৮), শওকত আরা (১৭), ইমতিয়াজ আক্তার (১৯), নুর ফাতেমা (১৩), ওমর ফারুক (৯), জান্নাতুল বকেয়া (৮), শফিকা বেগম (২৬), আব্দুর শুক্কুর (১৭), কাওছারা (৬), ছালেহা (১৯), ইযাস ফাতেমা (১৭), রাজিয়া (১৯), মো. ইব্রাহীম (১৯), আনোয়ার শাহ (১৯), হাফেজ আহম্মদ (৪২)।