বরগুনায় কোভিড-১৯ আক্রান্ত দুইজন সুস্থ হয়ে ফিরল

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে করোনাভাইরাসে অক্রান্ত দুইজন

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 10:53 AM
Updated : 24 April 2020, 10:53 AM

সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শুক্রবার বেলা ২টার দিকে তাদের ছাড়পত্র দেওয়া হয় বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন জানান। 

তদের বাড়ি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ খাকবুনিয়া গ্রামে ও একই উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া ঘটবাড়িয়া গ্রামে।

গত ১১ এপ্রিল তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ওই দিনই বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে তাদের চিকিৎসা শুরু হয়।

সোহরাব বলেন, “পর পর দুইবার নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস নেগেটিভ এসেছে। তাই তাদের আইসোলেশন বিভাগ থেকে ছাড়পত্র দেওয়া হয়।”

হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে ওই দুইজনকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান বলেন, বরগুনায় শুক্রবার পর্যন্ত ২৩ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে দুইজন জন মারা গেছেন ও দুইজন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।