পঞ্চগড়ে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত

পঞ্চগড়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাইসাইকেল চালানের সময় ট্রাকের নিচে চাপা পড়ে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2019, 01:20 PM
Updated : 17 Sept 2019, 01:20 PM

জেলার বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, মঙ্গলবার সকালে বোদা পৌরভবন সংলগ্ন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর রব্বানী (৪২) নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকার আব্দুল হক প্রামাণিকের ছেলে। তিনি বোদা পৌরশহরের সর্দারপাড়া মহল্লায় ভাড়া বাসায় থেকে সূচনা নামে স্থানীয় একটি এনজিওতে কাজ করতেন।

পরিদর্শক সায়েম প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, “রব্বানী পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বোদা উপজেলার ভাসাইনগর এলাকা থেকে বোদা পৌরশহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। একই সময় তার পেছন দিকে থেকে আসছিল একটি খালি ট্রাক।

“রাব্বানী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।”

পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করলেও চালককে ধরতে পারেনি। এ ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পরিদর্শক সায়েম।