শরীয়তপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

শরীয়তপুর পৌর এলাকার শরীয়তপুর-কানার বাজার রাস্তা নিম্মমানের ইট দিয়ে নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 09:15 AM
Updated : 14 Sept 2019, 09:15 AM

পৌরসভা কর্তৃপক্ষ চিঠি দিলেও ঠিকাদার ‘তোয়াক্কা করছে না’ বলে এলাকাবাসীর অভিযোগ পাওয়া গেছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীকান্ত হালদার জানান, অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের প্রতিনিধি ও ঢাকা থেকে আগত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে নিয়ে সরেজমিন তদন্ত করে সত্যতা পাওয়া যায়।

“এরপর ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিকে খারাপ ইট সরিয়ে নিয়ে ১নং ইট দিয়ে কাজ করার জন্য বারবার চিঠি দেওয়া হয়।”

ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বলে জানান তিনি।

তবে এই নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান আর কে এস ই জেবি-র প্রতিনিধি রাসেদুজ্জামান ভুলু বলেন, “পৌরসভা আমাকে চিঠি দেওয়ার পর আমি খারাপ ইট সরিয়ে নিয়ে ১নং ইট দিয়ে কাজ করছি।”

এলাকাবাসীর অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘লোকজন ইট চেনে না।’

পৌর এলাকার বাসিন্দা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোকন শাহ বলেন, “কাজের মান অত্যন্ত নিম্মমানের।

“আমরা প্রতিবাদ করলেও ঠিকাদার কোনও তোয়াক্কা করে না। বরং এলাকার কেউ প্রতিবাদ করলে তাদেরকে উল্টো ভয় দেখায়।”

শরীয়তপুর পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিক চোকদারসহ স্থানীয়রা জানান, শরীয়তপুর পৌর এলাকার শরীয়তপুর (পালং উত্তরবাজার)-কানার বাজার সড়কের প্রায় তিন কিলোমিটার সড়কে উন্নয়ন কাজ চলছে।

পৌরসভার দরপত্র আহ্বানে সর্বনিম্ম দরদাতা প্রতিষ্ঠান হিসেবে আর কে এস ই জেবি এ কাজের জন্য তিন কোটি ৩৯ লাখ টাকার কার্যাদেশ পায়। প্রায় ৩ মাস আগে ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ শুরু করে।

শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক মোল্যা বলেন, “নির্মাণ সামগ্রী এতই নিম্মমানের যে কোনও নম্বরের মধ্যেই পড়ে না।

পৌর মেয়র সরেজমিন রাস্তা তদন্ত করতে গিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলেও জানান তিনি।

শরীয়তপুর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, “গত শুক্রবার আমি সরেজমিন পরিদর্শনে গিয়ে অত্যন্ত নিম্মমানের ইট দেখতে পাই। আমি নির্দেশ দিয়েছি ভালো ইট দিয়ে কাজ করতে।

“জরুরি ভিত্তিতে খারাপ ইট সরিয়ে না নিলে মোবাইল কোর্টের মাধ্যমে কার্যকরী ব্যবস্থা নিব।”

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদুজ্জামান ভুলু জেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক।