নওগাঁর সীমান্তে বাংলাদেশিকে ধরেছে বিএসএফ

নওগাঁর সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2019, 02:57 PM
Updated : 17 August 2019, 02:57 PM

শনিবার ভোর রাতে সাপাহার উপজেলার হাঁপানিয়া এলাকা থেকে তাকে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।

আটক আলমগীর হোসেন (২০) নওগাঁর পোরশা উপজেলার বিষ্ণুপুর কাটাপুকুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। 

আলমগীরের স্বজন ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে আলমগীর ও তার ৮/১০ জন সহযোগী হাঁপানিয়া সীমান্তের ২৩১ মেইন পিলারের পাশ দিয়ে ভারতে যান। একই সীমান্ত পথে শনিবার ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে ফেরছিলেন তারা।

পথে ভারতের ঢাকা উজাল এলাকায় কেদারীপাড়া ক্যাম্প বিএসএফ  জোয়ানরা আলমগীর ও তার সহযোগীদের দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময়  অন্যরা বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হলেও  আলমগীর বিএসএফের হাতে ধরা পড়ে বলে এলাকাবাসী জানান।

১৬ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, আলমগীরের ভারতে আটকের বিষয়ে তার পরিবার থেকে বিজিবির কাছে কোনো অভিযোগ করা হয়নি।

“তবে আমরা লোকমুখেসহ বিভিন্নভাবে জানতে পেরে আলমগীরের সন্ধান ও তাকে ফেরত চেয়ে দুপুরে বিএসএফের কাছে চিঠি দিয়েছি।”

তবে সন্ধ্যা পর্যন্ত বিএসএফ চিঠির কোনো জবাব দেয়নি বলেও জানান কর্নেল তুহিন।