‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বোমা বিস্ফারণে আহত হওয়ার দুদিন পর এক যুবকের মৃত্যু হয়েছে, যিনি বোমা বানাতে গিয়ে আহত হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 05:01 PM
Updated : 17 July 2019, 05:01 PM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় বুধবার সন্ধ্যায় আব্দুল হাকিমের (৩০) মৃত্যু হয় বলে দমুড়গুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান।

ওসি বলেন, গত সোমবার দামুড়হুদার ধান্যঘরা গ্রামে নিজ বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত হন আব্দুল হাকিম। তিনি ধান্যঘরা গ্রামের মৃত আবু বকরের ছেলে।

“পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ প্রহরায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়।”

ওসি বলেন, তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলাও দায়ের করা হয়। দুইদিন চিকিৎসার পর আব্দুল হাকিমের অবস্থার অবনতি হয় এবং বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।