মুস্তাফিজের বৌভাত ১৩ জুলাই

জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানের বৌভাত আগামী ১৩ জুলাই।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2019, 04:25 PM
Updated : 6 July 2019, 05:06 PM

মুস্তাফিজের বড়োভাই মাহফুজার রহমান মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।

গত মার্চে পারিবারিকভাবে মামাত বোন সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন কাটার মাস্টারখ্যাত এই পেসার।

মাহফুজার রহমান জানান, গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুর সঙ্গে মুস্তাফিজের বিয়ে হয়েছে। আসছে ১৩ জুলাই শনিবার বৌভাত হবে।

শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে লেখাপড়া করছেন। শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মুস্তাফিজুর রহমানের মেজ মামা।

গত ২২ মার্চ মামাত বোনকে বিয়ে করেন মুস্তাফিজ

মাহফুজার বলেন, বিয়ের সময় বড় ধরনের কোনো আয়োজন ছিল না; ঘরোয়া পরিবেশে বিয়ে হয়। সেখানে হাতেগোনা পরিবারের কয়েকজন ছাড়া উভয় পরিবারের কোনো আত্মীয়-স্বজনও ছিলেন না।

তখন মুস্তাফিজুর রহমানের পরিবারের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, বিশ্বকাপ শেষ হওয়ার পর অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে অতিথিসহ উভয় পরিবারের আত্মীয়-স্বজন থাকবেন।

মাহফুজার রহমান আরও বলেন, ইংল্যান্ডে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের। এখন তাদের সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাড়িতে বৌভাত আয়োজনের প্রস্তুতি চলছে। বৌভাতে আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হবে।

বিয়েতে আমন্ত্রিত অতিথি কারা থাকবেন প্রশ্ন করা হলে মাহফুজার বলেন, আত্মীয়-স্বজনের পাশাপাশি এলাকাবাসীও থাকবেন। তবে জাতীয় দলের অন্য কোনো খেলোয়াড় অনুষ্ঠানে যোগ দেবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

বিশ্বকাপ খেলতে যাওয়া মুস্তাফিজ দলের সঙ্গে লন্ডন থেকে ফিরবেন ৭ জুলাই।  

মুস্তাফিজের ঘনিষ্ঠ বন্ধু শাহিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুস্তাফিজ দেশে ফিরে আসার পর ১০ জুলাই সাতক্ষীরার গ্রামের বাড়িতে ফিরবেন।