সাতক্ষীরায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

সাতক্ষীরার দুই উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2019, 07:40 AM
Updated : 28 June 2019, 07:40 AM

শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে কালীগঞ্জ উপজেলার রতনপুর এবং আশাশুনি উপজেলার বুধহাটায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান জানান, বেলা ১১টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহলের বাসিন্দা আদম আলীর বাড়ির টিনের চালে বজ্রপাত হলে ওই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- আদম আলীর বড় ছেলে আল আমিন (২২), তার নবপরিনীতা স্ত্রী সাবিনা ই্য়াসমিন (১৮) এবং আদম আলীর ছোট ছেলে রবিউল ইসলাম (১৯)।

আদম আলীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিদর্শক আজিজ জানান।

এদিকে কাছাকাছি সময়ে একই ইউনিয়নের বিজয়নগর গ্রামে বজ্রপাতে মুনছুর গাজী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়।

পরিদর্শক আজিজ বলেন, মুনছুর গাজী ক্ষেতে কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়।

আশাশুনি থানার ওসি আবদুস সালাম জানান, বুধহাটা ইউনিয়নের মাদরা গ্রামের প্রদীপ সরদারের ছেলে জুয়েলসহ তিনজন মাছের ঘেরে কাজ করছিলেন।

এমন সময় বজ্রপাত হলে ২৪ বছর বয়সী জুয়েল ঘটনাস্থলেই মারা যান।