টঙ্গীতে ওয়ার্কশপের ভেতর তরুণের লাশ

গাজীপুর নগরীতে একটি ওয়ার্কশপের ভেতর এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2019, 04:39 PM
Updated : 22 June 2019, 04:39 PM

শনিবার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় কারখানাটিতে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ (২০) ঢাকার উত্তরা এলাকার আব্দুল কাইয়ূমের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার এসআই শফিউল আলম বলেন, আবু সাইদের বাবা আব্দুল কাইয়ূম টঙ্গীর মাছিমপুরে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ওয়ার্কশপ চালিয়ে আসছেন। ঘরটির মালিক হারুন মিয়া চলতি মাসের দোকান ভাড়া দেওয়ার জন্য কাইয়ুমকে চাপাচাপি করছিলেন। ওই সময় কাইয়ুম ছেলে সাইদকে ওয়ার্কসপে বসিয়ে বাইরে যান।

“এক পর্যায়ে দোকান ঘরের মালিক হারুন গিয়ে আবু সাইদকে ওয়ার্কশপের ভেতর রেখে বাইরে থেকে শাটার লাগিয়ে তালা দিয়ে দেন।”

শফিউল বলেন, পরে কাইয়ুম ওয়ার্কশপে ফিরে এসে ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় সাইদকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই শফিউল জানান, নিহতের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই ওয়ার্কশপের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক আশীষ কুমার বণিক বলেন, “দুপুর ১টার দিকে সাইদকে এ হাসাপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তবে গলায় শ্বাসরোধে হত্যার আলামত দেখে মনে হচ্ছে তার মৃত্যু স্বাভাবিক নয়।”

ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।