কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা

এ বছর মাধমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সবচেয়ে বেশি পাসের হার বিজ্ঞান বিভাগে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 01:25 PM
Updated : 6 May 2019, 01:25 PM

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এ বিভাগ থেকে ৫৫ হাজার ৬৯৮ জন পরীক্ষায় অংশ নিয়েছে, এর মধ্যে থেকে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৩৪০ জন।

মানবিক বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৬৫ শতাংশ। এ বিভাগের ৬০ হাজার ৫১৮ জন শিক্ষার্থীর মধ্যে থেকে পাস করেছে ৪৬ হাজার ৩৮৯ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। এ বিভাগ থেকে পরক্ষায় অংশ নেওয়া ৭৭ হাজার ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে থেকে পাস করেছে ৬৭ হাজার ৭৫১ জন।

সার্বিকভাবে এই বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। গত বছর যা ছিল ৮০ দশমিক ৪০ শতাংশ।

গত বছরের তুলনায় বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার বেশি।

এবার তিনটি বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন, যা গতবছরের চেয়ে এক হাজার ৮৯৯ জন বেশি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান সোমবার বেলা সাড়ে ১১টায় বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন।

তিনি জানান, মাধ্যমিকে ছেলেরা ভালো ফল করেছে। ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ৪৮ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।

এবার এই শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৭১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। ফেল করেনি কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

সর্বোচ্চ ৪২৬ জন জিপিএ-৫ পেয়েছে কুমিল্লা মডার্ন স্কুল থেকে। এছাড়াও কুমিল্লা জিলা স্কুলের ৩৩৯ জন, নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের  ২৮৮ জন, ইবনে তাইমিয়া স্কুলের ২৭৯ জন, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২৪৭ জন জিপিএ-৫ পেয়েছে।