গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2019, 12:51 PM
Updated : 5 March 2019, 12:51 PM

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেন শেখ (৫০) নামে এই ব্যক্তির মৃত্যু হয়।

আলমগীর কাশিয়ানী উপজেলার দোলা গ্রামের মো. রাহেন শেখের ছেলে।

ওসি আজিজুর বলেন, রোববার দোলা গ্রামে আলমগীর ও তার প্রতিবেশী মো. নজরুল শেখের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। ওই দিন দুই পরিবারের মধ্যে  সংঘর্ষ বাধে। এতে আলমগীর, মো. মনু শেখ (৪৮), মো. চন্নু শেখ  (৪৫) ও  মো. সাদেক শেখ (৪৮)  আহত হন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় জানিয়ে ওসি আজিজুর বলেন, পরে আলমগীরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত আলমগীরের ভাই মো. চন্নু শেখ কাশিয়ানী থানায় ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে বলে জানান ওসি আজিজুর।