ফরিদপুরে দলিল জালের মামলায় একজনের যাবজ্জীবন

ফরিদপুরের জমির দলিল জাল করার অভিযোগে করা মামলায় একজনকে যাবতজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2019, 09:58 AM
Updated : 29 Jan 2019, 10:22 AM

মঙ্গলবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া এলাকায়।তিনি শ্রীরামদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

দশ বছরের সাজাপ্রাপ্তরা হলেন- নগরকান্দা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পিয়ন মো. আবু বক্কার, নকলনবীশ এসমোতারা বেগম, নকলনবীশ সুজিত কুমার বিশ্বাস, নকলনবীশ দেলোয়ার  হোসেন, নকলনবীশ উষা বিশ্বাস, নকলনবীশ আনজু আক্তার ও নকলনবীশ মোহাম্মদ আলী।

তাদের প্রত্যেককে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুরে জজ কোটের দুদকের পিপি মজিবুর রহমান জানান, আসামিদের মধ্যে গিয়াসউদ্দিন মোল্লা ও এসমোতারা বেগম পালতক আছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার নথিতে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ শেখ আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি  জমির দলিল জাল করার অভিযোগে নগরকান্দা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নয় কর্মীকে আসামি করে মামলা করেন।পরে মামলাটি দুদক ফরিদপুর অফিস তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে।