মেহেরপুরে বিএনপির ৩৮ নেতাকর্মী নাশকতার মামলায় কারাগারে

নাশকতার মামলায় মেহেরপুর জেলা বিএনপির ৩৮ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 09:57 AM
Updated : 22 Jan 2019, 10:27 AM

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী রহমান মঙ্গলবার এ আদেশ দেন। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব ভট্টাচার্য জানান, নাশকতার একটি মামলায় বিএপির ৩৯ নেতাকর্মী  উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। দুপরে মেহেরপুর আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন।

তিনি বলেন, “শুনানি শেষে বিচারক এ জনের জামিন মঞ্জুর করেন এবং বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।” 

তাদের মধ্যে জেলা বিএনপির  যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগাঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান রয়েছেন বলে পল্লব জানান।