ফেনী কারাগারে মাদক মামলার হাজতির মৃত্যু

ফেনী জেলা কারাগারে মাদক মামলায় আটক এক হাজতির মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2019, 06:27 AM
Updated : 18 Jan 2019, 06:27 AM

শুক্রবার সকালে বুকে ব্যথা হলে তাকে ফেনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।

মৃত মোহাম্মদ আলী উল্লাহ ভূঁইয়া (৪৮) ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব হরিপুর গ্রামের আজিজুল হক ভূঁইয়ার ছেলে। একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে তিনি ফেনী কারাগারে বন্দি ছিলেন।

ফেনী কারাগারের জেলার দিদারুল আলম বলেন, গত বছরের ২৫ ফেব্রুয়ারি মোহাম্মদ আলী উল্লাহ ভূঁইয়া ফেনী মডেল থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে বন্দি ছিলেন।  

“কারাগারে থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ইতিপূর্বে তিনি কুমিল্লা কারাগারের তত্ত্বাবধানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার কেরানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”

জেলার দিদারুল আরও জানান, গত ২২ নভেম্বর চিকিৎসা শেষে ফেনী জেলা কারাগারে ফিরে আসেন তিনি। এরপর আবার অসুস্থ হলে তাকে কারাগারের ভেতরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

“শুক্রবার সকালে বুকে ব্যথা উঠলে কারাকর্তৃপক্ষ তাকে কারাগার হাসপাতাল থেকে ফেনী জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ফেনী জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।