রাবি ক্যাম্পাসের দোকানে গবেষণাপত্রের কপি নয়: প্রক্টর

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফটোকপির দোকানগুলোতে গবেষণাপত্রের কপি না রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 05:41 PM
Updated : 19 Nov 2018, 05:41 PM

সোমবার নিজ কার্যালয়ে দোকান মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রক্টর লুৎফর রহমান এই নির্দেশ দেন।

তিনি দোকান মালিকদের উদ্দেশে বলেন, “দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা যাবে না, ফটোকপির দোকানগুলোতে গবেষণাপত্রের কপি রাখা যাবে না। এসব বিষয়ে সতর্ক না হলে দোকান সিলগালা করে দেওয়া হবে।”

অপরাধমূলক কর্মকাণ্ডসহ মাদকের সঙ্গে কেউ জড়িত থাকলে প্রশাসনকে তাৎক্ষণিক জানানোর আহ্বানও জানান তিনি।

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এই ব্যভসায়ীদেরকে সৌজন্যমূলক আচরণ করারও আহ্বান জানান তিনি।

সভায় দোকান মালিকরাও ছয়টি দাবি জানান।

দাবিগুলো হলো ফটোকপির মূল্য নির্ধারণ করা, ডকুমেন্ট প্রিন্ট, টাইপসহ কম্পিউটারের সব কাজের চার্জ নির্ধারণ করা, ফুটপাতের দোকানগুলো বন্ধ করা, স্টেডিয়াম থেকে মাদার বখশ্ হল পর্যন্ত রাস্তার নির্মাণ কাজ করা, দোকানদারদের জন্য শৌচাগারের ব্যবস্থা করা ও স্থায়ী দোকানদারদের পরিচয়পত্র প্রদান করা।

প্রক্টর তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

মত বিনিময় সভায় প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।