ময়মনসিংহে খাদ্যে ‘বিষক্রিয়ায়’ ছাত্রের মৃত্যু, অসুস্থ ১০০

ময়মনসিংহের ফুলপুরে মাদ্রাসার বোর্ডিংয়ের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে; অসুস্থ রয়েছে আরও অন্তত ১০০ জন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 05:20 PM
Updated : 14 Nov 2018, 05:20 PM

বুধবার ময়মনসিংহের এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানান ফুলপুর উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রাণেশ চন্দ্র পণ্ডিত।

তিনি বলেন, “খাদ্যে বিষক্রিয়ার কারণেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।”

মৃত রিয়াদ হাসান (১৭) তারাকান্দা উপজেলার ভালকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

তিনি ফুলপুর উপজেলার জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আইন উদ্দিন বলেন, , “রাতে ছাত্রদের মুরগীর মাংস ও এঙ্করের ডাল দিয়ে খাবার দেওয়া হয়েছিল। খাবার খেয়ে কম বেশি সবাই অসুস্থ হয়।

“গুরুতর অবস্থায় ১৫ জনকে ময়মনসিংহের এসকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিম এসেছে।”

ডা. প্রাণেশ চন্দ্র বলেন, খবর পেয়ে তিন জন চিকিৎসকের একটি টিম মাদ্রাসায় পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।