গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নারায়ণগঞ্জে নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ডজনের বেশি মাদক মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2018, 08:14 AM
Updated : 30 Sept 2018, 08:16 AM

রোববার ভোর ৪টার দিকে চিলারবাগ গ্রামের বালুর মাঠে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান।

নিহত আলী নূর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের আক্কাছ আলীর ছেলে।

পুলিশের দাবি, আলী তালিকাভুক্ত মাদক বিক্রেতা।তার বিরুদ্ধে থানায় ২০টি মাদকের মামলা রয়েছে।

ওসি মোরশেদ বলেন, আলী ও তার সহযোগী মাসুদকে ২০০টি ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে মাদক কারবারীদের ধরতে চিলারবাগ এলাকায় অভিযানে যায় পুলিশ।

“এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়।”

এ সময় আলীর সহযোগী মাসুদসহ বাকিরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলি ভর্তি একটি শুটারগান উদ্ধার করা হয় বলে ওসি জানান।