নওগাঁয় গাছের ডাল নিয়ে দ্বন্দ্বের জেরে গুলি

নওগাঁয় একজনের গাছের ডাল অন্যের জায়গায় যাওয়ায় দ্বন্দ্বের জেরে গুলি করার অভিযোগে একজনকে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 01:53 PM
Updated : 17 Sept 2018, 01:53 PM

গুলিবিদ্ধ মামুন হোসেনকে (২৭) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার চকবাড়িয়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে তিনি।

সদর থানার ওসি আব্দুল হাই বলেন, সোমবার সকালে মামুন গুলিবিদ্ধ হওয়ার খবর পায় পুলিশ।

“গাছের ডাল নিয়ে দ্বন্দ্বের জেরে গ্রামের ওমর ফারুক গুলি ছুড়লে মামুন আহত হন। তার পিস্তলের লাইসেন্স রয়েছে বলে দাবি করলেও তিনি তা দেখাতে পারেননি।”

পুলিশ একটি পিস্তল, তিনটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ওমর ফারুককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আহত মামুনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক মুনির আলী আকন্দ বলেন, “ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে হাসপাতালে আনা হয়। আমরা গুলিটি বের করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বর্তমানে রোগী সুস্থ আছেন।”

এলাকাবাসী জানান, চকবাড়িয়া গ্রামের মজনু নামে এক ব্যক্তির গাছের ডাল ওমরের জমিতে যাওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সকালে মজনু ওই গাছের ডাল কাটতে গেলে ওমর বাধা দেন। গাছের যে ডালটি ওমরের জায়গায় গিয়েছে ওমর তার মালিকানা দাবি করেন। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে লোকজন জড় হয়। মামুনও সেখানে যান। একপর্যায়ে মজনুর দিকে ওমর গুলি করেন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মামুনের ঘাড়ে লাগে। সঙ্গে সঙ্গে গ্রামবাসী তাকে হাসপাতালে নিয়ে যান।