গজারিয়ায় সিএনজি স্টেশনে অগ্নিকাণ্ড, লরি ভস্মীভূত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাম্পটির চারজন কর্মচারী আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 01:54 PM
Updated : 16 Sept 2018, 06:06 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘শাহ শের আলী’ সিএনজি স্টেশনে রোববার সন্ধ্যা ৬টার দিকে আগুন ধরে। একঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নেভায়।

আহতরা হলেন জজ মিয়া (৬০), সজিব (২৮), রিয়াজ (১৯) ও শাহ্ আলম (৩০)। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের বরাত দিয়ে ওসি হারুন-অর-রশীদ বলেন, সন্ধ্যায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তেল বোঝাই একটি লরি থেকে তেল আনলোড করার সময় তাতে আগুন লেগে যায়।

“প্রথমে কর্মীরা নিজস্ব অগ্নিপ্রতিরোধক সরঞ্জামের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।”

পরে ফায়ার সার্ভিসের গজারিয়া, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডে তেল বোঝাই লরি, পাম্পটির সামনের দিকের কিছু অংশ এবং একটি ফাস্ট ফুডের দোকানের আংশিক পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিক পক্ষ।

গজারিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান খান বলেন, আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ওসি হারুন আরও বলেন, “ধরণা করছি ফিলিং স্টেশনটিতে থাকা তেলের লরির ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা।”

অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলেও জানান ওসি।