নরসিংদীতে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত

নরসিংদীর বেলাব উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2018, 01:31 PM
Updated : 26 August 2018, 02:55 PM

উপজেলার সররাবাদ গ্রামে রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বেলাব থানার ওসি জাবেদ মাহমুদ জানান।

নিহত কামাল (৩০) ওই গ্রামের সাহেব বাড়ির মজনু মিয়ার ছেলে।

সংঘর্ষের সময় ১০টি বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, গ্রামের অটোরিকশা চালক সেলিম মিয়া শনিবার রাতে বাড়ি ফেরার পথে একই গ্রামের মোস্তফা মিয়ার ঘরের সঙ্গে তার অটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে গ্রামবাসী তা মিমাংসা করে দেয়।

তখন বিষয়টি মিমাংসা হলেও সেলিম মিয়া ও তার বাড়ির লোকজন রোববার মোস্তফার বাড়িতে হামলা চালায়। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয় সেলিমে বাড়িতে হামলা চালিয়ে ১০টি বাড়িঘরে অগ্নিসংযোগ করে বলে জানায় স্থানীয়রা।

এসময় পাশের সাহেব বাড়ির লোকজন এগিয়ে এলে কামাল গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তারা।

ওসি জাবেদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।