মুন্সীগঞ্জে মেঘনায় ট্রলারডুবি, উদ্ধার ১০ শ্রমিক

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চের ঢেউয়ের তোড়ে একটি ইটবাহী ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ১০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। 

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2018, 04:26 PM
Updated : 18 August 2018, 04:26 PM

শনিবার মেঘনার মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়ায় দায়িত্বরত কোস্টগার্ডের পেটি অফিসার ইব্রাহিম খলিল জানান, গজারিয়ার ভাটের চরগামী ট্রলারটি ১০ হাজার ইট নিয়ে মেঘনার মোহনায় পৌঁছে সকাল ১০টার দিকে।

“ওই সময় পিছন দিক থেকে আসা দক্ষিণবঙ্গগামী দ্রুতগতির যাত্রীবাহী লঞ্চ গ্রীন লাইন-২ পাশ দিয়ে যাওয়ার সময় এর ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।”

কোস্ট গার্ড দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা চালক ও শ্রমিকসহ ১০ জনকে উদ্ধার করে। তবে গ্রীন লাইন লঞ্চটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ইব্রাহিম খলিল।

বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

উদ্ধার শ্রমিকরা হলেন আব্দুল মান্নান (৩২), মো. হারুন (২৭), মো. আলমগীর (২৩), মো. ইসমাইল (৩০), মো. নুরুল হক (২৮), মো. মঈনউদ্দিন (৩৬), মো. আবুবকর (২৬), মো. হাতেম (২২), মো. আমানুল হক (২৫) ও মো. মহিউদ্দিন (২৮)।