বগুড়ায় পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

বগুড়ায় পুকুরে সাঁতার কাটতে নেমে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2018, 02:42 PM
Updated : 16 July 2018, 03:46 PM

সোমবার দুপুরে বগুড়া পৌর এলাকার রাজাপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

মৃত রাজীব হাসান (২২) শহরের চকসূত্রাপুর এলাকার মৃত রফিকুল ইসলাম ও রুবিনা বেগমের ছেলে। তিনি বগুড়া আজিজুল হক কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।

রাকিবের সঙ্গে থাকা বন্ধু শিহাব জানান, কয়েকজন বন্ধু মিলে রাকিবের নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।  সেখানেই একটি পুকুরে মাছ ধরতে যান তারা। এরপর পুকুরে বাঁধা নৌকায় করে ঘুরতে যান।

“পুকুরের গভীরতা বেশি বলে রাকিবই আমাদের পানিতে নামতে বারণ করে। নৌকা পুকুরের মাঝে গেলে আবার সে কিছু হবে না বলে অভয় দিয়ে আমাদের সবাইকে পানিতে নামতে বলে।”

স্বাধীন বলেন, সাঁতার কেটে পাড়ের কাছাকাছি এসেও তিনি ডুবে যান। স্থানীয়রা জাল দিয়ে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে বিকেল ৪টার দিকে বগুড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার লাশ উদ্ধার করে।

সাঁতার কাটতে নামার আগে মোবাইলে সেলফি তোলেন রাকিব। এটা তার জীবনের শেষ সেলফি, বলেই কান্নায় ভেঙে পড়েন স্বাধীন।

ফায়ার সার্ভিসের ডুবুরি আমিনুল জানান, পুকুরের গভীরতা বেশি। লাশ পানির নিচের দিকে ছিল।