দিনাজপুরে অটোচালক হত্যা: আটক ২

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 05:02 AM
Updated : 2 July 2018, 05:07 AM

বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন জানান, দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের দলুয়া এলাকা থেকে রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সৈয়দপুর উপজেলার বেদতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী মাল্লীপাড়া গ্রামের জয়বার আলীর ছেলে রবিউল ইসলাম (২৫) ও একই উপজেলার পশ্চিম বেলপুকুর গ্রামের আনারুল (১৮)।

নিহত সুমন উত্তর সোনাখুলী গ্রামের মো. বকুলের ছেলে বলে ওসি শাকিলা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার সন্ধ্যায় দলুয়া এলাকায় একটি অটোরিকশার গতিবিধি দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ অটোরিকশাসহ দুই আরোহীকে আটক করে থানায় নিয়ে যায়।

“সেখানে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে, অটোরিকশাটি তাদের বন্ধু সুমনের।“

ওসি শাকিলা বলেন, “রবিউল ও আনারুল শনিবার রাতে সুমনকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে সৈয়দপুরের চওড়া নদীর বিজ্রের কাছে নদীতে ফেলে দেয়।”

পরে সুমনের অটেরিকশাটি নিয়ে তারা ঠাকুগাঁওয়ে পালানোর চেষ্টা করছিল। আটককৃতদের সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা ।