কুড়িগ্রামে ‘বজ্রপাতে’ মাদ্রাসায় অগ্নিকাণ্ড

কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের ধারণা, বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 09:32 AM
Updated : 24 June 2018, 09:33 AM

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নূর বখত বলেন, রোববার সকাল ৮টার দিকে হঠাৎ বজ্রপাতের সঙ্গে সঙ্গে মাদ্রাসার চারটি ঘরে একসঙ্গে আগুন ধরে যায়।

আগুনে চারটি ঘরের সব আসবাবসহ কাগজপত্র পুড়ে গেছে। এছাড়া মাদ্রাসার ষাণ্মাষিক পরীক্ষা, কালিম ও আলিম পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে।

এতে পূর্বনির্ধারিত ২৭ জুনের পরীক্ষা বিঘ্নিত হতে পারে জানিয়ে তিনি বলেন, “আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

ফায়ার সার্ভিস কর্মীরা অল্পক্ষণেই ঘটনাস্থলে পৌঁছালেও এসব ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“বজ্রপাত থেকেই আগুন লাগে বলে ধারণা করছি। বজ্রপাতে এ ধরনের ঘটনা ঘটতে পরে বলে আমি শুনেছি।” 

তবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জেলা পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।।