কিশোরগঞ্জে পুকুর ভরাটের মামলায় চেয়ারম্যান কারাগারে

পুকুর ভরাটের চেষ্টা করায় পরিবেশ আইনে কিশোরগঞ্জে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ নয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।  

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2018, 03:09 PM
Updated : 8 April 2018, 03:10 PM

জেলার মুখ্য বিচারিক হাকিম মো. আবদুস সালাম খান রোববার এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান হলুদ, দেলোয়ার হোসেন খান, আসাদুজ্জামান ভূঞা ওরফে জীবন, অধির সরকার, সুমন চন্দ্র বসাক, কার্তিক চন্দ্র বসাক, ব্রজ গোপাল বসাক, দুলাল চন্দ্র বসাক ও রতন চন্দ্র বসাক।

মামলার বিবরণে জানা যায়, চেয়ারম্যান মুজিবুর রহমানের নেতৃত্বে আসামিরা কিশোরগঞ্জ পৌরসভার নগুয়া বিন্নগাও এলাকায় অবস্থিত শত বছরের পুরাতন প্রায় ৫০ শতাংশ আয়তনের একটি পুকুর অবৈধভাবে ভরাটের কাজ শুরু করেন।

গত ১৩ ফেব্রুয়ারি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কাজ বন্ধ করে দেন।

এরপর ১ মার্চ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল গফুর বাদী হয়ে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে নয়জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবশে আইনের একটি মামলায় আসামিরা এর আগে হাই কোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। উক্ত মেয়াদ শেষে রোববার তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে।